অঞ্জন দত্ত, জন্ম: জানুয়ারি ১৯, ১৯৫৩, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। আরো জানতে
এই ব্লগটা অঞ্জনের গান প্রেমীদের জন্য। আমার হাতে এখন অফুরন্ত সময়, অঞ্জনের গান শুনছি, ভাবলাম লিখে রাখি, পড়া যাবে কিন্তু তাও হচ্ছেনা। পায়ের সাথে চোখের সমস্যায়ও ভুগছি। শুনে শুনে লেখা তাই ভুল থাকবেই, ক্ষমা চেয়ে নিচ্ছি।

রাজু রাণী রেম্বু

তিন রাস্তার মোড়ে তিন বন্ধু
ছোটখাট তিনটে জীবন
রাজু রাণী রেম্বু
আজগগে ফুলও না, কাল ভিখেরী, পরশু পাউরুটি চুর
রাজু রাণী রেম্বু
দেখা হয় আমাদের তিন রাস্তার মোড়ে প্রায়
ট্যাক্সি খোজার ফাঁকে হামেশাই
অগুণতি মানুষের ভিড়ে আমি ঠিক খুজে পাই
হার না মানা প্রেমিকের তিন জোড়া চোখ
হঠাৎ পিছন থেকে চমকে দিয়ে ডাকে
নাকের সিকনি আর হাসি নিয়ে চকচকে
রাজু রাণী রেম্বু

শীতের সকাল আসে, লাল ফুল নিয়ে হাসে ট্যাক্সির জানালায়
রাজু রাণী রেম্বু
হিন্দি ছবির নাচ হুবহু ফুটপাতে গ্রীষ্মের দুপুর বেলায়
রাজু রাণী রেম্বু
হয়তোবা ফুটো পকেটের আদুলির বিনিময়
একরাশ সুখে টান দিয়ে প্রান খুলে গান গায়
চলন্ত মারুতি থেকে ছুড়ে দেয়া  করুনায়
কেনা যায় ফ্রুটকেক, কেনা যায় ম্যাকিনি সু

আমার এই শহরের প্রান ভোমরা আছে, সাগরের তলায় নয়
আছে রাজু রাণী রেম্বু
শ্বাসরুদ্ধ তবু মরছেনা কিছুতেই কলকাতা তাই
রাজু রাণী রেম্বু
বৃষ্টি ভেঁজা ঐ বাসের হাতলটায়
একফালি কুটবন আকড়ে ঝুলে থাকায়
নিদারুনভাবে এই ভীষন করে বাঁচায়
পাই আমি কোথা থেকে, কোথা থেকে সাহস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন